চীনা নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে ২৩ কোটি ভ্রমণ
2024-02-12 16:19:05

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনা নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে সারাদেশে প্রায় ২৩ কোটি মানুষ ভ্রমণ করেছে। এ উপাত্ত প্রকাশ করেছে দেশটির ভ্রমণ বিভাগ।

রোববার সংশ্লিষ্ট দপ্তরের সংগৃহীত তথ্যে দেখা যায়, দেশের মহাসড়ক দিয়ে ভ্রমণ করেছে ২০ কোটিরও বেশি মানুষ, রেলপথে প্রায় ১ কোটি, জলপথে ৮ লক্ষাধিক এবং আকাশপথে ২৫ লাখ মানুষ।

রোববার থেকে শুরু করে, চীন জুড়ে রাস্তাগুলোতে যানজট বেড়েছে। কারণ আগের দিন মূল উৎসব শুরুর পর থেকে বাকি ছুটির দিনগুলোতে পরিবারসহ মানুষ বেশি ভ্রমণ করে। ছুটির সময় স্বল্প দূরত্বের ভ্রমণ সবচেয়ে বেশি বেড়ে যায়।

এদিকে, নববর্ষের ছুটিতে পণ্যবাহী পরিবহন যেনো সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষও পদক্ষেপ নিয়েছে।

শুধুমাত্র কয়লা পরিবহনের জন্য দৈনিক মালবাহী ট্রেনগুলো উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং থেকে হুনান এবং হুবেই প্রদেশের কেন্দ্রীয় প্রদেশগুলোতে চালানোর জন্য স্থাপন করা হয়েছে। 

ঐশী/রহমান

তথ্য ও ছবি : সিসিটিভি