বাংলাদেশের শিক্ষা খাতেও অবদান রাখতে চায় চীন: রাষ্ট্রদূত
2024-02-11 18:15:02

ফেব্রুয়ারি সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, কেবল ব্রিজ-কালভার্ট নয়, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শিক্ষার উন্নয়নেও সহযোগিতা করতে চায় তার দেশ।

 

শনিবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াপাড়া লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক রয়েছে, সেটা দিন দিন আরও মজবুত হবে।

 

শিক্ষার উন্নয়নের মাধ্যমে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সেই স্মার্ট বাংলাদেশের পাশে থাকবে চীন।

 

লায়ন মজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে চীনে তোমাদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হবে।”

বিদ্যালয়ের চীনা ভাষা শিক্ষার সুযোগসহ সেখানে একটি স্মার্ট শ্রেণিকক্ষ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

 

চীনা নববর্ষের প্রথম দিনে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি খুবই আনন্দিত বোধ করেছেন বলে জানান রাষ্ট্রদূত।

 

নাহার/রহমান