চীনজুড়ে চান্দ্র নববর্ষ উদযাপন
2024-02-11 18:18:02

ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও মহাকর্মযজ্ঞের মধ্য দিয়ে চীনে চান্দ্র নববর্ষ উদযাপন হয়েছে। আতশবাজি, লণ্ঠন, ঐতিহ্যগত খাবার-দাবার এবং নানা রীতি-রেওয়াজের মধ্য দিয়ে শনিবার অতিবাহিত হয় সপ্তাহব্যাপী এই উৎসবের প্রথম দিন।

 

এর মধ্য দিয়ে চীনে চান্দ্র নববর্ষের সূচনা হয়। এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব। এটি পরিবারের সদস্যদের পুনর্মিলনের একটি বড় উপলক্ষ্যও। চীনা রাশিচক্র অনুযায়ী এটি ড্রাগনবর্ষ।

নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের পর্যটনকেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হয়েঠে। শনিবার ও রোববার দর্শনীয় স্থানগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। রাজধানী বেইজিংয়ের ক্যাপিটাল মিউজিয়ামে মানুষের ঢল নামে। এছাড়া তরুণদের মধ্যে জনপ্রিয় শপিং এলাকা সানলিথুনে অনেক ভিড় দেখা যায়।

 

চারদিকে যখন উৎসবের আমেজ এবং আনন্দের মাত্রা তুঙ্গে তখন পিছিয়ে নেই দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের কুইয়াং শহরের সিফাং কাউন্টির কানছি গ্রামের বাসিন্দারাও। তারা দল বেঁধে নেচে গেয়ে চান্দ্র নববর্ষকে বরণ করে নেয়।

 

এদিকে, উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছির বাসিন্দারাও উৎসবের আনন্দে মেতে ওঠে। সেখানকার সড়কগুলোতে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে ঐতিহ্যিক পোশাক পরে ঘুরতে দেখা যায়।

 

এ উপলক্ষ্যে শাংহাই, উত্তর-পূর্ব চীন এবং মধ্য চীনের বিভিন্ন প্রদেশসহ সারা দেশে বর্ণাঢ্য ড্রাগন ড্যান্স, শোভাযাত্রা, লণ্ঠন উৎসব, মেলা ও চমকপ্রদ সব আয়োজন করা হয়।

 

ঐশী/রহমান

তথ্য ও ছবি : সিসিটিভি