চান্দ্র নববর্ষের প্রাক্কালে চীনে ভ্রমণ করেছে ১৯০ মিলিয়নেরও বেশি যাত্রী
2024-02-11 18:12:36

ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের চীনা চান্দ্র নববর্ষের ছুটির প্রাক্কালে চীনজুড়ে প্রায় ১৯৫ দশমিক ২৪ মিলিয়ন যাত্রী ভ্রমণ করেছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৭ শতাংশ বেশি।

 

বসন্ত উৎসব চলাকালীন ভ্রমণে নিরাপত্তা ও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে গঠন করা বিশেষ দলের পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।

 

দলের দেওয়া তথ্য বলছে, নববর্ষের প্রাক্কালে সড়কপথে ভ্রমণ করেছে ১৮৪ দশমিক ৬২ মিলিয়ন যাত্রী, রেলপথে ৮ দশমিক ২৫৭ যাত্রী, আকশপথে ১ দশমিক ৭৯৭ মিলিয়ন যাত্রী এবং নৌপথে ভ্রমণ করেছে ৫ লাখ ৬৬ হাজার যাত্রী।

 

চীনা চান্দ্র নববর্ষ, বা বসন্ত উৎসব, চীনের সবচেয়ে বড় সামাজিক উৎসব। এই নববর্ষের ছুটি উদযাপন করতে পরিবারের কাছে ছুটে চীনারা।

 

নাহার/রহমান

তথ্য ও ছবি- সিজিটিভি