বসন্ত উৎসব ঘিরে চীনে বাড়ছে ফুলের চাহিদা
2024-02-02 18:05:04

ফেব্রুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উৎসব যতই ঘনিয়ে আসছে ততই চীনজুড়ে বাড়ছে ফুলের চাহিদা। ফুলচাষিরাও এখন দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন।

১০ ফেব্রুয়ারির চান্দ্র নববর্ষকে ঘিরে এখন বাড়ছে ফ্যালেনোপসিস নামের একটি বাটারফ্লাই অর্কিডের চাহিদা। ফুলটি সৌভাগ্যের প্রতীক। পূর্ব চীনের শানতোং প্রদেশের চিনিং শহরের ইয়ানচৌ জেলার একটি ফ্যালেনোপসিস খামারে এখন উপচে পড়ছে অর্ডার।

প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা জানালেন, এবার বসন্ত উৎসবের জন্য তারা ইতোমধ্যে এক লাখ বাটারফ্লাই অর্কিড বিক্রি করেছেন।

ইয়ানচৌতে দুর্লভ এই অর্কিডের ৩০টিরও বেশি খামার আছে। বছরে ২০ লাখেরও বেশি অর্কিড উৎপাদন করছে শহরটি।

আর এই অঞ্চলের বাটারফ্লাই অর্কিডের বাণিজ্য ঘিরে বছরে আয় হচ্ছে ৬ কোটি ইউয়ান (প্রায় ৮৫ লাখ ডলার)।

অন্যদিকে, ছুটির মৌসুমে চীনের আরেক জনপ্রিয় ফুল গোলাপ। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ফুনিং কাউন্টিতে আছে একটি স্মার্ট গোলাপ বাগান। যেখানে এবার প্রায় ৮ লাখ গোলাপ প্রক্রিয়াজাত করা হচ্ছে।

খামারটির এক কর্মী জানালেন, এখন দিনে তারা বিক্রি করছেন ৫০ হাজারেরও বেশি গোলাপ।

দীর্ঘ সময় তাজা থাকে বলে চীনের বসন্ত উৎসবের আরেক জনপ্রিয় ফুল অ্যান্থুরিয়াম। এ ফুলের বাগান দেখা যাবে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।