চীনে বিদেশি উদ্যোক্তাদের নিয়ে বছরের প্রথম গোলটেবিল বৈঠকের ঘোষণা
2024-02-02 18:05:39

ফেব্রুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: বিদেশি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে চলতি বছরের প্রথম মাসিক গোলটেবিল বৈঠকের আয়োজন করতে চলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতং।

মুখপাত্র বলেন, চীনের চেম্বার অব কমার্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ জোরদার করে বিদেশি বিনিয়োগকারীদের নানান সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে গতবছরের জুলাইতে মন্ত্রণালয় গোলটেবিল বৈঠক প্রক্রিয়া চালু করে।

তিনি আরও জানান, গতবছর বাণিজ্য মন্ত্রণালয় এ ধরনের মোট ১৫টি বৈঠক করে, যেখানে ৪০০টিরও বেশি বিদেশি প্রতিষ্ঠান ও চেম্বার অব কমার্স অংশ নেয়। সেখানে উদ্যোক্তাদের প্রতিটি সমস্যার জন্য ভিন্ন ভিন্ন সমাধান দেওয়া হয় এবং সাধারণ কিছু সমস্যার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে বিশেষ নীতিও তৈরি করা হয়।

হ্য ইয়াতং জানান, এখন পর্যন্ত গোলটেবিল বৈঠকে উত্থাপিত ৩০০টিরও বেশি সমস্যার সমাধান করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উদ্যোগে গত সেপ্টেম্বরে বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর চাহিদা ও সমস্যার কথা জানতে একটি অনলাইন প্ল্যাটফর্ম এবং অনলাইন গোলটেবিল প্রক্রিয়াও চালু হয়।

এ ধরনের পদক্ষেপের ফলে চীনে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ব্যাপারে বিদেশি ব্যবসায়ীদের আস্থা আরও বেড়েছে বলেও জানান হ্য ইয়াতং।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি।