গভীর সাগরের গ্যাসক্ষেত্র থেকে সাত বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন চীনে
2024-02-02 18:08:17

ফেব্রুয়ারি ০২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গ্যাসক্ষেত্র ‘ডিপ সি-১’। ২০২১ সালে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে গ্যাসক্ষেত্রটি থেকে গ্যাস উত্তোলন শুরু করে চীন। এরপর থেকে এখন পর্যন্ত ৭ বিলিয়ন ঘনমিটারেরও বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়েছে সেখান থেকে। প্রযুক্তিগত পরিবর্তনের ফলেই এই পরিমাণ গ্যাস উত্তোলন সম্ভব হয়েছে।

এ ছাড়া, গ্যাসক্ষেত্রটির দ্বিতীয় পর্যায়ের কাজ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন নির্মাণাধীন। দ্বিতীয় পর্যায়ের উত্তোলন শুরু হলে বার্ষিক উৎপাদন ৫০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে এটি হবে চীনের বৃহত্তম গভীর-সাগর গ্যাসক্ষেত্র নিয়ন্ত্রণ কেন্দ্র। এর মাধ্যমে ২৩টি গভীর-সাগর গ্যাস কূপ পরিচালনা করা হবে।

গ্যাসক্ষেত্রের পরিচালক লি চি বলেন, ‘গভীর সাগর গ্যাসক্ষেত্র ডিপ সি-১  থেকে এখন দিনে ১ কোটি ঘন মিটার গ্যাস উত্তোলন করা হচ্ছে। এ পর্যন্ত ৭ বিলিয়ন গ্যাস এবং ৭ লাখ ঘনমিটার তেল উত্তোলন করা হয়েছে। ভবিষ্যতে, গভীর সমুদ্রের তেল ও গ্যাস সম্পদের অনুসন্ধান এবং ব্যবহারের জন্য আমরা আরও অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ করব।’

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।