চীনের দেওয়া চাঁদের মাটি ফরাসি গবেষণাগারে
2024-02-02 18:07:17

ফেব্রুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশযানে করে আসা চাঁদের মাটি এখন পরীক্ষা করছেন ফরাসি বিজ্ঞানীরা। ২০২০ সালের ডিসেম্বরে চাঁদের মাটির নমুনা সংগ্রহ করেছিল চীনের মনুষ্যবিহীন মহাকাশযান ছ্যংই-৫। সেখান থেকে এক দশমিক ৫ গ্রাম নমুনা দেওয়া হয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। ২০২৩ সালের এপ্রিলে ফ্রান্সের প্রেসিডেন্ট যখন চীন সফর করছিলেন তখন সিনো-ফ্রেঞ্চ স্পেস কো-অপারেশন উপলক্ষ্যে তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল ওই নমুনা।

প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কন্টেইনারে সংরক্ষিত আছে চাঁদের মাটি। সেখানকার এক বিশেষজ্ঞ বললেন, এই মাটি নিয়ে গবেষণায় বেরিয়ে আসতে পারে মহাকাশের অনেক অজানা তথ্য।

চীনের দেওয়া এই নমুনার একটি অংশ প্যারিস ইনস্টিটিউট অব প্ল্যানেটারি ফিজিক্স দপ্তরে পাঠানো হয়েছে। তারা সেখানে চাঁদের মাটিতে থাকা গ্যাসীয় উপাদানের সঙ্গে পৃথিবীর উপাদানের মিল আছে কিনা তা দেখছেন। এতে করে পৃথিবীর আদি ইতিহাসেরও অনেক অজানা অধ্যায় উন্মোচিত হতে পারে বলে আশা করছেন ফরাসি বিজ্ঞানীরা।

উল্লেখ্য, ২০১৮ সালে চীন ও ফ্রান্স যৌথভাবে চায়না-ফ্রান্স ওশেনোগ্রাফি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। ওই যৌথ মিশনের উদ্দেশ্য ছিল পৃথিবীর মহাসাগর এবং বায়ুমণ্ডলের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা চালানো।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি।