বিশ্বব্যাপী স্বর্ণের গহনার নেতৃত্বে চীন
2024-02-01 16:47:06

ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক:  ২০২৩ সালে বিশ্বব্যাপী স্বর্ণের গহনার বাজারে নেতৃত্ব দিয়েছে চীন। পাশাপাশি বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কের স্বর্ণ কেনার ক্ষেত্রে শীর্ষস্থানও অর্জন করেছে দেশটি। বুধবার বিশ্ব স্বর্ণ পরিষদের একটি প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছর চীনের মোট স্বর্ণের ব্যবহার ছিল ১ হাজার ৮৯ দশমিক ৬৯ টন যা এর আগের বছরের তুলনায় ৮ দশমিক ৭৮ শতাংশ বেশি।

বিশ্ব স্বর্ণ পরিষদের (চীন) প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াং লিসিন বলেন,স্বর্ণের গহনার চাহিদা বৃদ্ধি প্রধানত চীনের বাজার, সেইসাথে জাপান এবং তুর্কিয়ের মতো কিছু দেশ দ্বারা চালিত হয়। চীন, জাপান এবং তুরস্ক ছাড়া বেশিরভাগ দেশে স্বর্ণের গহনার ব্যবহার কমেছে বলেও উল্লেখ করেন তিনি।  

২০২৩ সালেআন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে নানা কারণে স্বর্ণের দাম বাড়ায় চীন। দাম বাড়ায় ,স্বর্ণের পণ্যগুলো গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। যার ফলে  স্বর্ণের ব্যবহারও বাড়তে থাকে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি – চায়না ডেইলি