চীনের ঐতিহ্যবাহী চিকং লণ্ঠন প্রদর্শনী
2024-02-01 16:40:27

ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: আসন্ন বসন্ত উৎসবকে সামনে রেখে চীনের বিভিন্ন স্থানে এখন চলছে লণ্ঠন প্রদর্শনী। কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে চলছে চিকোং লণ্ঠন প্রদর্শনী। এই ঐতিহ্যবাহী কারুশির্পের রয়েছে দীর্ঘ ইতিহাস। থাং (৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ) এবং সং(৯৬০-১২৭৯ খ্রিস্টাব্দ) রাজবংশের সময় থেকে এই কারুশিল্পের ঐতিহ্য রয়েছে। এটি চীনের জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে।

এই ঐতিহ্যের একজন ধারক বা ইনহেরিটর তং ফেইলিন।  তার জন্ম ১৯৭০ সালে। তিনি চিকোং লণ্ঠন তৈরির একজন খ্যাতিমান কারুশিল্পী। গত দুই দশক ধরে তিনি এই ঐতিহ্যবাহী কারুশিল্প নিযে কাজ করছেন। তার নিজস্ব কারিগর দল রয়েছে। তিনি বিশ্বজুড়ে এই লণ্ঠন প্রদর্শনীতে অবদান রাখছেন।

শান্তা/রহমান