বসন্ত উৎসব ঘিরে সামাজিক স্থিতিশীলতায় জোর দিলেন জ্যেষ্ঠ সিপিসি কর্মকর্তা
2024-02-01 16:48:55

 

ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বসন্ত উৎসব উদযাপনকারী জনগণের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল সামাজিক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ঊর্ধ্বতন কর্মকর্তা চেন ওয়েনছিং।

বুধবার সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ও আইন বিষয়ক কমিশনের প্রধান চেন ওয়েনছিং সামাজিক স্থিতিশীলতা ও নিরাপদ উৎপাদন বিষয়ক এক সভায় এই মন্তব্য করেন।

বিচার বিভাগ এবং জননিরাপত্তা সংস্থাগুলোকে আইন অনুসারে সক্রিয়ভাবে তাদের দায়িত্ব পালনের জন্য এবং আড়ালে থাকা ঝুঁকিগুলো প্রতিরোধ ও হ্রাস করার আহ্বানও জানান চেন।

তিনি বলেন, ‘১০ ফেব্রুয়ারির বসন্ত উৎসব ঘনিয়ে আসছে। এ সময়ে সামাজিক সংঘাত ও দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ সময় বিচার বিভাগ, এবং জননিরাপত্তা সংস্থাগুলোকে অবশ্যই উচ্চমাত্রায় সতর্কতা বজায় রাখতে হবে।’

ফয়সল/শান্তা

তথ্য: সিজিটিএন, ফাইল ছবি: সিসিটিভি।