সব প্রস্তুতি সম্পন্ন: ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা
2024-01-31 17:15:53

ঢাকা, জানুয়ারি ৩১, সিএমজি বাংলা ডেস্ক: পহেলা ফেব্রুয়ারি উদ্বোধন হবে অমর একুশে বইমেলা। প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন। মেলা প্রাঙ্গণে চলছে বিভিন্ন প্রকাশনীর স্টল সাজানোর শেষ মুহূর্তের কাজ।  এবারের মেলার প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গণ মিলিয়ে ১১ লাখ বর্গফুট এলাকাজুড়ে এবারের মেলার পরিধি।

মেলাকে ঘিরে থাকছে নিরাপত্তা বলয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, মেলা প্রাঙ্গণের পাশাপাশি শহীদ মিনার ও শাহবাগ-নীলক্ষেত এলাকায় নিরাপত্তার ব্যবস্থা থাকবে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে থাকবে তল্লাশি দল। মূল প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর থাকবে। মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকার প্রতিটি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় রয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনার দ্বিতীয় খণ্ড ছাড়াও কয়েকটি নতুন বই উন্মোচন করবেন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন।

প্রতিদিন বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার ও সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমির ৩টি প্যাভিলিয়ন এবং শিশুকিশোর উপযোগী প্রকাশনার বিপণনের জন্য ১টি স্টল থাকবে। প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে।

১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টা এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

শান্তা/ফয়সল

ছবি: সিএমজি বাংলা।