রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্টের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়াং হুনিং
2024-01-31 17:22:59

জানুয়ারি ৩১, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্টের মহাসচিব ওয়েলার্স গাসামাগেরার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।

মঙ্গলবারের সাক্ষাতে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হুনিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, দুই দেশের নেতারা যোগাযোগ ও আদান-প্রদান বজায় রেখেছেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কে ক্রমাগত উন্নয়নে নেতৃত্ব দিয়েছে।

ওয়াং বলেন, রুয়ান্ডার সঙ্গে কৌশলগত পারস্পরিক বিশ্বাসকে সুসংহত করতে চায় চীন। যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণে সহযোগিতা গভীর করার মাধ্যমে আন্তর্জাতিক সমন্বয় জোরদার এবং চীন-রুয়ান্ডা সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যেতে ইচ্ছুক চীন।

ওয়েলার্ল গাসামাগেরা বলেন, রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সিপিসির সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বকে লালন করে, চীনের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জনকে সাধুবাদ জানায় তাদের দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানায়।

তিনি আরও বলেন, রুয়ান্ডা এক-চীন নীতি মেনে চলে এবং চীনের সঙ্গে পার্টি ও রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিনিময় জোরদার করতেও তারা ইচ্ছুক।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।