চীনজুড়ে বসন্ত উৎসবের আমেজ
2024-01-31 17:19:28

জানুয়ারি ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনজুড়ে এখন উৎসবের রং ছড়িয়ে পড়েছে। চীনের সবচেয়ে বড় সামাজিক-সাংস্কৃতিক উৎসব ছুনচিয়ে বা বসন্ত উৎসব শুরু হতে যাচ্ছে ১০ ফেব্রুয়ারি, চলবে ১৭ তারিখ পর্যন্ত।

চীনের চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী এটি নববর্ষ। বসন্ত উৎসবকে ঘিরে চীনে এখন চলছে সাজ সাজ রব। কেনাকাটা এবং ঘরসাজানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের মানুষ। এ সময় বিভিন্ন মেলা চলছে। এসব মেলায় আনন্দমুখর সময় কাটাচ্ছেন অনেকে। ঐতিহ্যবাহী চীনা কারুশিল্প, লণ্ঠন, পেপার কাটিং, ওয়াল হ্যাংগিং, ড্রাগনপুতুলসহ নানা রকম কারুশিল্পসামগ্রী পাওয়া যাচ্ছে সব জায়গায়। তৈরি হচ্ছে নকশা করা কেক ও রুটি।

উৎসবকে সামনে রেখে জমে উঠেছে ফুলের বাজারও। বিভিন্ন জায়গায় চলছে ড্রাগন নাচ ও সিংহ নাচ। গলন্ত লোহার উপর হাতুড়ির বাড়িতে তৈরি হচ্ছে আগুনের ফুলকি। এই বছর ড্রাগন বর্ষ। তাই ড্রাগন প্রতীক দেখা যাচ্ছে সব জায়গায়।

শান্তা/হাশিম