জাতিসংঘ সবসময় এক-চীন নীতি মেনে চলে: ওয়াং ই’র সঙ্গে সাক্ষাতে ইউএনজিএ প্রেসিডেন্ট
2024-01-31 17:24:01

জানুয়ারি ৩১, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিসের সঙ্গে মঙ্গলবার বেইজিংয়ে সাক্ষাত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সাক্ষাতে ওয়াং বলেন, চীন বহুপাক্ষিকতার সমর্থক, জাতিসংঘ সনদের দৃঢ় রক্ষক এবং আন্তর্জাতিক আইনের অনুশীলনকারী। তিনি জোর দিয়ে বলেন, দেশটি বিশ্বব্যাপী শাসন ব্যবস্থায় জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা এবং জাতিসংঘের সনদ অনুসারে আরও সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ইউএনজিএকে সমর্থন করবে।

সেপ্টেম্বরে আন্তর্জাতিক সংস্থাটির ভবিষ্যতের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে ওয়াং বলেন, চীন আশা করে যে এই সমাবেশ বর্তমান বৈশ্বিক সমস্যাগুলির বাস্তব সমাধান তৈরি করবে।

ওয়াং বলেন, এক-চীন নীতির জন্য জাতিসংঘ এবং তার বিশেষায়িত সংস্থাগুলোকে সাধুবাদ জানায় চীন। একইসঙ্গে জাতিসংঘের রেজুলেশনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মন্তব্যের বিরোধিতাও করে।’

ফ্রান্সিস বলেন, জাতিসংঘ সবসময় এক-চীন নীতি মেনে চলে, চীনের বহুপাক্ষিকতাবাদকে সমর্থন করে। জাতিসংঘের কাজের প্রতি চীনের যে দীর্ঘমেয়াদি সমর্থন, সেটারও প্রশংসা করেন তিনি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।