শিল্পখাতে আবিষ্কারের ওপর জোর দিলেন লি ছিয়াং
2024-01-31 17:18:02

 

জানুয়ারি ৩১, সিএমজি বাংলা ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে শিল্পকারখানায় নতুন আবিষ্কারের আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। একইসঙ্গে উৎপাদনশীল কর্মীবাহিনীর বিকাশে গতি আনার আহ্বানও জানান লি।

সোমবার ও মঙ্গলবার উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশে একটি পরিদর্শন ট্যুরে এ কথা বলেন লি।

সোমবার একটি ডিসপ্লে প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী লি ছিয়াং। তখন তিনি কম্পানিগুলোকে গবেষণা খাতে ব্যয় বাড়ানোর নির্দেশনা দেন এবং প্রাযুক্তিক প্রতিযোগিতায় উৎসাহ বাড়ানোর ওপর জোর দেন।

একটি স্মার্ট ব্রেকিং নির্মাণকারী প্রতিষ্ঠান পরিদর্শনের সময় যানবাহন প্রযুক্তির সর্বশেষ প্রবণতাগুলো দ্রুত গ্রহণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এ শিল্পের মধ্যে পরিবর্তন আনা এবং সেগুলো আরও উন্নততর করতে কম্পানিগুলোকে তাগাদা দেন তিনি।

ওয়েস্টার্ন সুপারকন্ডাক্টিং টেকনোলজিস লিমিটেড পরিদর্শন করেন লি ছিয়াং। সেইসঙ্গে সেমিকন্ডাক্টার ও সিলিকন ওয়েফার নির্মাণকারী প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত উন্নয়নের প্রচার এবং বিজ্ঞান-প্রযুক্তির অর্জনগুলোকে কাজে লাগিয়ে এ ধরনের শিল্পকে ক্রমাগত এগিয়ে নিতে উৎসাহিত করেন তিনি।

মঙ্গলবার একটি বস্তু বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠানও পরিদর্শন করেন লি। সেদিন একটি ড্রোন উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে চীনা প্রধানমন্ত্রী বলেন, ড্রোন শিল্পের বিস্তৃত সম্ভাবনা রয়েছে। নতুন প্রযুক্তি ও গবেষণার বিকাশে কম উচ্চতার আকাশসীমার অর্থনৈতিক সম্ভাবনাকে ভালভাবে ব্যবহার করতে শক্তিশালী প্রচেষ্টার আহ্বানও জানিয়েছেন তিনি।

সিআন চিয়ানথং বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের যৌথ উদ্ভাবনী প্লাটফর্ম তৈরিতে এবং শিল্প, একাডেমিক এবং গবেষণাকে একীভূতকরণে আরও অগ্রগতির জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান লি ছিয়াং।

এ সময় শানসির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে পুরোপুরি স্বীকৃতি দিয়েছেন লি। নীতির দৃঢ় বাস্তবায়ন করে সামগ্রিক জাতীয় উন্নয়নে প্রদেশটি আরও অবদান রাখবে বলেও আশা করেন তিনি।

পরিদর্শনকালে লি একটি সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন এবং সরকারি কাজের খসড়া প্রতিবেদন এবং স্থানীয় কর্মকর্তাদের মতামত শোনেন।

ফয়সল/শান্তা