বাংলাদেশে শীত বস্ত্র ও ত্রাণ সহায়তা দিল চীন
2024-01-31 17:20:54

জানুয়ারি ৩১, পঞ্চগড়, সিএমজি বাংলা: বাংলাদেশের পঞ্চগড়ের সাকোয়া ও নীলফামারীর ডোমারে অসহায়-মানুষদের কম্বল, হুডি, চাদর (শাল) এবং ভাসলিন উপহার দিয়েছে চীন।

বুধবার বেলা ১১টার দিকে জেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।

'বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের' সহযোগিতায় চীনের অর্থায়নে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এসব ত্রাণ সামগ্রী দুই জেলার এক হাজার অসহায় মানুষের মধ্যে বিতরণ করে।

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর ইউয়ে লিওয়েন এবং বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের' নেতৃবৃন্দ এসব ত্রাণ মানুষের হাতে তুলে দেন।

এ সময় ইউয়ে লিওয়েন বলেন, "বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এই ডোনেশন প্রোগ্রাম। এখানে এসে খুব ভালো লাগছে। আমি গতকাল বেশ কিছু সুন্দর স্থান ঘুরেছি। চীনে আমার গ্রামের বাড়ি ও দাদা বাড়ি এরকম ছিল এখন পরিবর্তন হয়েছে। এভাবে এই স্থানও উন্নত হয়ে যাবে।'

তিনি বলেন, "চীন বাংলাদেশ খুব ভালো সহযোগী এবং বন্ধু প্রতিম দেশ। চীন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আওতায় বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।'

এ সময় তিনি জানান, বর্তমানে বাংলাদেশে ৬৭০ টিরও বেশি নিবন্ধনকৃত চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। এ বিনিয়োগের ফলে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

এর আগে কালচারাল কাউন্সেলর ইউয়ে লিওয়েন বাংলাদেশের উত্তরের শেষ সীমানা বাংলাবান্ধা জিরো পয়েন্ট এবং  পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অবস্থিত 'রক মিউজিয়াম' পরিদর্শন করেন।

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্ষমতাসীন আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও ফ্রেন্ডশিপ সেন্টারের সদস্যরা।

এদিকে আগামীকাল ঠাকুরগাঁওয়ে আরও ৫০০ মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা রয়েছে।

এর আগে গত বছর ডিসেম্বরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নারীদের স্বাস্থ্যসেবার বিকাশে ১৫ লাখ ডলারের অনুদান দিয়েছিল চীন।

 

শুভ/শান্তা