পূর্ব চীনে নতুন দফায় তুষার প্রবাহ
2024-01-31 17:21:59

 

জানুয়ারি ৩১, সিএমজি বাংলা ডেস্ক: বুধবার থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত পূর্ব চীনে নতুন দফায় বয়ে যাবে তীব্র শৈত্য প্রবাহ। এর সঙ্গে থাকবে ভারী তুষারপাত ও বৃষ্টি। যার প্রভাব পড়বে চলমান বসন্ত উৎসব ঘিরে যাত্রীদের আসা-যাওয়ার কাজে। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে চীনের জাতীয় আবহাওয়া দপ্তর।

চীনের জাতীয় মানমন্দির জানিয়েছে, উত্তর-পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের ইলি নদীর উপত্যকা, দক্ষিণ-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের মধ্য ও দক্ষিণ অংশ, উত্তর চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ-পূর্ব অংশ এবং উত্তর-পূর্ব অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাত আঘাত হেনেছে। 

এই অঞ্চলগুলোর মধ্যে ছিংহাই প্রদেশের কিছু অংশে সোমবারের তুষারময় আবহাওয়ার কারণে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে শনিবার পর্যন্ত একটানা তুষারময় আবহাওয়ার মধ্য দিয়ে যাবে প্রদেশের বেশিরভাগ অংশ।

বুধবার, মধ্য চীনের হুবেই প্রদেশের উত্তরাঞ্চলে আঘাত হানবে বরফশীতল বৃষ্টি।  চিয়াংহুয়াই ও চিয়াংহানের পূর্ব অংশ, চিয়াংনানের উত্তর অংশের পাশাপাশি দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উত্তরের কিছু জায়গায় প্রভাব ফেলবে ওই বৃষ্টি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।