থিয়ানকংয়ে গবেষণার যন্ত্রপাতি দেখালেন শেনচৌ-১৭’র নভোচারীরা
2024-01-31 17:17:09

জানুয়ারি ৩১, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের শেনচৌ-১৭ মহাকাশযানের নভোচারীরা সম্প্রতি  থিয়ানকং মহাকাশ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শন করেছেন।

চায়না ম্যানড স্পেস এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড ব্যস্ততার মাঝেও তিন মহাকাশচারী ভালো আছেন এবং তারা নভোযানের বাইরে থেকে স্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ লাগানোর প্রস্তুতি নিচ্ছেন।

থাং হংবো, থাং শেংচিয়ে এবং চিয়াং সিনলিন নামের তিন নভোচারী ছয় মাসের জন্য কক্ষপথে থাকতে মহাকাশে গিয়েছিলেন ২০২৩ সালের ২৬ অক্টোবর।

মহাকাশ স্টেশনের পরিবেশ পৃথিবীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন হওয়ায় সেখানে চারটি ক্ষেত্রে ৩০টিরও বেশি গবেষণার সুযোগ পাবেন তারা।

এ সময় স্টেশনের নমুনা সতেজ রাখার কুলিং সিস্টেম, মাইক্রোগ্র্যাভিটি পরিবেশ তৈরির জন্য একটি ছোট সেন্ট্রিফিউজের কর্মকাণ্ডও দেখিয়েছেন নভোচারীরা। যে যন্ত্রের সাহায্যে মহাকাশ কেন্দ্রটিতে কোষ, টিস্যু এবং ছোটখাট জৈবিক কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে।

এটি ছিল চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির ৩০তম মিশন এবং স্টেশনের ১২তম মানববাহী মিশন।

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি।