রিয়াদের আকাশ মাতাবে চীনা বিমানবাহিনীর অ্যারোবেটিক দল
2024-01-30 18:12:03

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: ওয়ার্ল্ড ডিফেন্স শো’য়ের দ্বিতীয় আয়োজনে অংশ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে চীনের পিপলস লিবারেশন আর্মির বিমানবাহিনীর বায়ি অ্যারোবেটিক দল। ৪ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিয়ে রিয়াদের আকাশ মাতাবে দলটি।

চীন থেকে রিয়াদের চার হাজার কিলোমিটার দীর্ঘ যাত্রা করেছিল জে২০  ফাইটার জেট। মাঝপথে জ্বালানি নিতে ছিল ওয়াই ওয়াই ২০ এরিয়াল রিফুয়েলিং এয়ারক্রাফট। আর দীর্ঘযাত্রায় আকাশপথে জ্বালানি সংগ্রহের বিষয়টাও ছিল মূলত প্রশিক্ষণের অংশ।

নান্দনিক ক্রীড়া নৈপুণ্য ও উপস্থাপন শৈলীতে দর্শকদের বিমোহিত করবে এমনটাই প্রত্যাশা দলটির। দক্ষতা প্রদর্শনে চীনের বাইরে এটি হবে বায়ি অ্যারোবেটিক টিমের দশম উপস্থাপনা।

রাসেল/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।