ভবিষ্যতের শিল্প বিকাশে ২০২৫ ও ২০২৭ সালের লক্ষ্য ঠিক করেছে চীন
2024-01-30 17:54:44

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: ভবিষ্যতের শিল্পগুলোর জন্য প্রযুক্তিগত উদ্ভাবন ও সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে সহযোগিতা করবে চীন। সোমবার প্রকাশিত সরকারি এক নির্দেশনায় এমনটা জানা গেছে।

শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি আরও ছয়টি মন্ত্রণালয়ের প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে চীনে এক গুচ্ছ ইনকিউবেটর  ও পাইলট অঞ্চল তৈরি করা উচিত। পাশাপাশি প্রায় ১০০টি মূল প্রযুক্তিতে অগ্রগতি অর্জনের ওপর জোর দেওয়া হয় নির্দেশিকায়।

ওই নির্দেশিকায় ভবিষ্যতের শিল্প বলতে সেইসব প্রযুক্তিকেই বোঝানো হয়েছে যেগুলোর সঙ্গে মেটাভার্স, অত্যাধুনিক রোবটিক্স, মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের ইন্টারফেস কিংবা কোয়ান্টাম তথ্য প্রক্রিয়াকরণের সম্পর্ক রয়েছে।

নির্দেশিকায় ২০২৭ সালের জন্যও লক্ষ্য ঠিক করা হয়েছে, যখন কিনা চীনের ভবিষ্যৎ শিল্প পাবে উল্লেখযোগ্য গতি এবং যে সময় প্রযুক্তির অনেক ক্ষেত্রেই নেতৃত্ব দেবে চীন।

এতে আরও বলা হয়েছে, প্রশাসন থেকে জাতীয় ও স্থানীয় সম্পদের সমন্বয় করা হবে। আর্থিক সহায়তা পেতে সহযোগিতা করা হবে প্রতিশ্রুতিশীল স্টার্ট-আপগুলোকে এবং ভবিষ্যত প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে দেওয়া হবে নানা সুবিধা।

তথ্য, কাঁচামাল, জ্বালানি ও স্বাস্থ্যসহ ছয়টি মূল ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিজিটিএন।