বসন্ত উৎসবের রঙে সেজেছে ট্রেন
2024-01-30 17:51:42

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উৎসবের রঙে সেজেছে চীন। সব জায়গাতে এখন লাল রঙের বিশেষ নকশা কাটা কাগজ, ওয়াল হ্যাংগিং আর অন্যান্য ঐতিহ্যবাহী সামগ্রীর ছড়াছড়ি। এর বাইরে নেই ট্রেনও। বুলেট ট্রেনকে সাজানো হয়েছে ঐতিহ্যের রঙে। ট্রেনের ভিতরে চলছে সাংস্কৃতিক পরিবেশনা।

চীনে এখন চলছে বসন্ত উৎসবের ‘ভ্রমণ-ভিড়’ বা ট্রাভেল রাশ। এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন অসংখ্য মানুষ। এই যাত্রাপথেও যেন তারা উৎসবের আমেজ অনুভব করতে পারেন এজন্য বুলেট ট্রেনের ভিতরে কবিতা আবৃত্তি, অপেরা, পেপার কাটিং ইত্যাদি চলছে।  

বসন্ত উৎসব উপলক্ষ্যে ৪০ দিনের এই ভ্রমণ ভিড়কে বলা হয় ‘ছুনইয়ুন’। এই সময় চীনারা ফিরে যান তাদের পরিবারের কাছে হোম টাউনে।

শান্তা/রহমান