আগুন-ড্রাগন নৃত্য
2024-01-30 17:52:46

 

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে চারপাশে। এরই মধ্যে চলছে ড্রাগন নাচ। এমন চোখ জুড়ানো দৃশ্য দেখা গেল চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনের ভোলগা ম্যানর প্রাসাদের সামনে। চীনের ছোংছিং শহরের থোংলিয়াং জেলার একটি বিশেষ শিল্পকলা হলো আগুনের ফুলকি নাচ।

এই নাচের পদ্ধতি খুবই ব্যতিক্রমী। ১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাকে গলানো হয়। সেই গলন্ত লোহার উপর হাতুড়ির বাড়ি মারলে ছড়িয়ে পড়ে আগুনের ফুলকি। এরই মধ্যে চলে ঐতিহ্যবাহী ড্রাগন নাচ। মনে হয় যেন আগুনবর্ষী ড্রাগন নাচছে । ২০০৬ সালে থোংলিয়াং ড্রাগন ডান্সকে চীনের ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। থোংলিয়াং ড্রাগন নাচের দল সম্প্রতি চীনের বিভিন্ন অংশে সাংস্কৃতিক পর্যটন করছে। এরই ধারাবাহিকতায় সোমবার তারা হারবিনে এই নাচ পরিবেশন করে। শুভ্র তুষার ঢাকা প্রান্তরে আগুন-ড্রাগন নাচ দর্শকদের মাতিয়ে তোলে।

শান্তা/রহমান