চীনে সাংস্কৃতিক শিল্পখাতের আয় বেড়েছে
2024-01-30 18:13:57

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: ২০২২ সালের চেয়ে ২০২৩ সালে চীনের সাংস্কৃতিক শিল্পখাতের আয় বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ। চীনজুড়ে নতুন ধরনের ব্যবসা কাঠামোর দ্রুত সম্প্রসারণের ফলেই এমনটা ঘটেছে। মঙ্গলবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানিয়েছে এ তথ্য।

এনবিএসের তথ্যমতে, গতবছর চীনের সাংস্কৃতিক শিল্প খাতের ৭৩ হাজার প্রতিষ্ঠানের সম্মিলিত আয় ছিল ১২ দশমিক ৯৫ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার)।

একই সময়ে চীনের সাংস্কৃতিক শিল্পখাতে মুনাফাও বেড়েছে ব্যাপক হারে। ওই বছর প্রতিষ্ঠানগুলোর লাভের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ১৬ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১৬১ বিলিয়ন ডলার)। যা এর আগের বছরের চেয়ে প্রায় ৩১ শতাংশ বেশি।

এ খাতের মধ্যে রয়েছে সংবাদ ও তথ্য সেবা, কনটেন্ট তৈরি ও সৃজনশীল ডিজাইন। এই তিনটি ক্ষেত্রে সম্মিলিত প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১৫ দশমিক ৫ শতাংশ, ১০ দশমিক ৭ ও ৮ দশমিক ৭ শতাংশ।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।