শাংহাইতে বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন শুরু
2024-01-29 17:29:36

জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক : ডিজিটাল শিক্ষায় আন্তর্জাতিক বিনিময়ের জন্য একটি উচ্চ-স্তরের প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে শাংহাইতে বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন ২০২৪ শুরু হয়েছে। সোমবার "ডিজিটাল এডুকেশন: অ্যাপ্লিকেশান, শেয়ারিং এবং ইনোভেশন" থিমে শুরু হয় তিন দিনব্যাপী এই ইভেন্ট। 

একটি বিশ্ব ডিজিটাল শিক্ষা জোট গঠন এবং চীনের স্মার্ট এডুকেশনের একটি আন্তর্জাতিক সংস্করণ, জনসাধারণের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে বিশেষভাবে এই ইভেন্ট সেট করা হয়েছে।

আয়োজকদের মতে, এই বছর সম্মেলনটি শিক্ষকদের ডিজিটাল সাক্ষরতা এবং দক্ষতার উন্নতি, শিক্ষাগত ডিজিটালাইজেশন এবং একটি শিক্ষামূলক সমাজ গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা,  ডিজিটাল নীতিশাস্ত্র ও শিক্ষা মূল্যায়নের মতো মূল বিষয়গুলোর উপর গভীরভাবে আদান-প্রদান এবং আলোচনার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, সম্মেলনটি বিশ্বব্যাপী ডিজিটাল শিক্ষার বিষয়গুলোর একটি সংকলন, বৈশ্বিক ডিজিটাল শিক্ষার বিকাশ সম্পর্কিত একটি সূচক এবং ডিজিটাল শিক্ষার উপর একটি উদ্যোগের প্রকাশ দেখতে পাবে।

সম্মেলনে শিক্ষামন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এসময় তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীন সক্রিয়ভাবে শিক্ষার আধুকায়নে কৌশলগত পদক্ষেপকে উন্নীত করেছে,   বিশ্বের বৃহত্তম শিক্ষামূলক লাইব্রেরি তৈরি করেছে, শিক্ষার আধুনিকীকরণের জন্য একাধিক মান এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে। পাশাপাশি বিশ্বব্যাপী ডিজিটাল শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে চীন।

ঐশী/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি