সাংস্কৃতিক উৎসব চলছে পূর্বচীনে
2024-01-29 16:18:20

জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: আসন্ন বসন্ত উৎসব উপলক্ষ্যে এখন চীনের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। চলছে ড্রাগন নাচ, সিংহ নাচসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা।

 পূর্বচীনের চেচিয়াং প্রদেশে চিয়ানদ্য সিটির লিয়ানহুয়া টাউনে চলছে সাংস্কৃতিক উৎসব। সম্প্রতি এ উৎসবে  ১০০টি টেবিলে আয়োজন করা হয় উন্মুক্ত ভোজসভা। পরিবেশিত হয় ঐতিহ্যবাহী খাদ্য। ড্রাগন নাচ এবং সিংহনাচ পরিবেশন করেন স্থানীয় লোকশিল্পীরা।

শান্তা/মিম