চীনের শহরগুলো সাংস্কৃতিক শিল্পের বিকাশ দেখছে
2024-01-29 17:31:26

জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক : চীন জুড়ে অনেক শহর সাংস্কৃতিক শিল্পে একটি শক্তিশালী পুনরুদ্ধারের অভিজ্ঞতা অর্জন করেছে, ২০২৪ সালের শুরু থেকে রেকর্ড সংখ্যক প্রদর্শনী এবং বাণিজ্যিক পারফরম্যান্স নিবন্ধন করেছে।  

সম্প্রতি বেইজিং মিউনিসিপ্যাল ব্যুরো অফ কালচার অ্যান্ড ট্যুরিজম এই তথ্য প্রকাশ করেছে। এতে আরও প্রকাশ করা হয়, নববর্ষের ছুটির সময়, বেইজিংয়ের ১৫৩ টি থিয়েটারে মোট ৮০৭টি বাণিজ্যিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়, ২ লাখের বেশি দর্শককে আকর্ষণ করে, বক্স অফিসের আয় প্রায় ৫৩ দশমিক ৫ মিলিয়ন ইউয়ানে পৌঁছায়, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৪৪২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্টেজ পারফরম্যান্স ছাড়াও, অন্যান্য স্থানগুলো পর্যটনের সঙ্গে সংস্কৃতির সংমিশ্রণে নতুন বিকাশের ধারায় সক্রিয়ভাবে কাজ করেছে। মধ্য চীনের হ্যনান প্রদেশের লুওয়াং শহরের লংমেন গ্রোটোসের নৈসর্গিক স্থানটি একটি সমৃদ্ধ প্রদর্শনী চালু করেছে।

ঐশী/শান্তা

তথ্য ও ছবি : সিসিটিভি