প্রথমবারের মতো বিপন্ন প্রজাতির গবাদি পশুর ক্লোন করলো চীন
2024-01-29 16:19:34

জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: প্রথমবারের মতো সফলভাবে চাংমু ও অ্যাপেইচিয়াচা গবাদি পশুর ক্লোন করতে সক্ষম হয়েছেন চীনের বিজ্ঞানীরা। 

দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে এ দুটি বিপন্ন জাতের গবাদি পশু পাওয়া যেত।

সোমবার দেশটির বিজ্ঞানীরা এসব তথ্য জানিয়েছেন। বিশ্বে এই প্রথম গবাদি পশুর ক্লোন করা হলো।

ক্লোন এ পদ্ধতিতে দুটি প্রজাতির চারটি পুরুষ বাছুর সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চীনের ছংছিং পৌরসভার ইউনইয়াং কাউন্টিতে জন্মগ্রহণ করেছে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি