‘বড়’ থেকে ‘শক্তিশালী’ বাণিজ্যিক কেন্দ্র হয়েছে চীন
2024-01-28 18:23:40

জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: বড় বাণিজ্য থেকে শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে চীন। দেশটির নিরলস প্রচেষ্টায় এখন সেবা সংক্রান্ত বাণিজ্যে বিকশিত হচ্ছে নতুন ও আধুনিক পদ্ধতি, উন্নততর হচ্ছে ডিজিটাল লেনদেন।

গতবছর বিদেশি বাণিজ্যে স্থিতিশীলতা আনা এবং এ সংক্রান্ত বাণিজ্যিক কাঠামোর সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করতে কেন্দ্র থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি প্যাকেজ-নীতির বাস্তবায়ন করেছে চীন।

চীন সরকারের দৃঢ় নীতি এবং পদক্ষেপগুলোই শিল্প ও সরবরাহ চেইনের গতিকে করেছে আরও মসৃণ। আর এর হাত ধরে চীনের মোট পণ্য আমদানি ও রপ্তানি ২০২৩ সালে বেড়েছিল দশমিক ২ শতাংশ। সম্প্রতি এ তথ্য জানা গেছে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের প্রতিবেদনে।

কাস্টমসের তথ্যানুসারে, ২০২৩ সালে চীনের বৈদেশিক বাণিজ্য ছিল ৪১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৫ দশমিক ৮৭ ট্রিলিয়ন ডলার)।

এ সময়ে চীনের নতুন কয়েকটি পণ্যের রপ্তানি বেড়েছে দ্রুত গতিতে। এর মধ্যে বিশেষ তিনটি পণ্য হলো বিদ্যুৎচালিত গাড়ি, লিথিয়াম ব্যাটারি ও সৌর কোষ। এগুলোর রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে ১ ট্রিলিয়ন ইউয়ান। যা মোট রপ্তানির প্রায় ৩০ শতাংশ।

 

আবার বছরজুড়ে চীনের ক্রস-বর্ডার ই-কমার্সেও আমদানি-রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬ শতাংশ।

সারা বিশ্বে এখন চীনের দুই হাজার চারশটিরও বেশি ওয়্যারহাউস আছে। যা চীনের পণ্য সরবরাহের সময় কমিয়ে এনেছে অনেকটা। আবার, গতবছরই চীনের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ লাখ।

এখন, চীনের ২৩০টিরও বেশি অর্থনৈতিক ও বাণিজ্য অংশীদার রয়েছে এবং ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। চীনের মুক্তবাণিজ্য অংশীদারের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ। ওই অংশীদারদের সঙ্গে চীনের বাণিজ্যের পরিমাণ ছিল মোট বৈদেশিক বাণিজ্যের এক তৃতীয়াংশেরও বেশি।

২০২৩ সালে, চীন সক্রিয়ভাবে ইন্টারমেডিয়েট গুডস তথা আধা-প্রক্রিয়াজাত করা পণ্যের মোট আমদানি ও রপ্তানি ছিল ৬১ দশমিক ১ শতাংশ।

দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক লি চিংছিয়ান সম্প্রতি বলেছেন, ‘নানান অনিশ্চয়তার মোকাবিলা করে, আমরা বলতে পারি যে চীনের বৈদেশিক বাণিজ্যে এখন প্রতিযোগিতা ও সরবরাহ চেইনের সুবিধাগুলো সুনিশ্চিত। চীনের বৈদেশিক বাণিজ্য আমাদের জাতীয় অর্থনীতির বিকাশ ও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে অবদান রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী।’

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।