কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ও মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে সম্মত চীন-যুক্তরাষ্ট্র
2024-01-28 17:23:20

জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ও মাদকবিরোধী অভিযানে একযোগে কাজ করতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। এ জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ চালুর বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে থাইল্যান্ডের ব্যাংককে বৈঠক করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুক্রবার ও শনিবারের বৈঠকের পর একটি আন্তঃসরকার সংলাপ কৌশল চালু হবে বলে জানিয়েছেন ওয়াং ই।

এর আগের সান ফ্রান্সিসকো বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের ঐকমত্য বাস্তবায়ন এবং চীন-যুক্তরাষ্ট্রের সংবেদনশীল বিষয়গুলো নিয়েও সুলিভানের সঙ্গে আলোচনা করেন ওয়াং।

এ বছর চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী। এমনটা উল্লেখ করে ওয়াং বলেন, উভয়পক্ষের উচিত সুযোগটি গ্রহণ করে একে অপরকে সমান চোখে দেখা এবং পারস্পরিক মতভেদের পরিবর্তে একটি সাধারণ ভিত্তি খোঁজা।

ওয়াং আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই পক্ষের জন্য লাভজনক হয়, এমন পথ খুঁজে পেতে একসঙ্গে কাজ করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয়, এবং তাইওয়ান চীনেরই অংশ। সেখানকার আঞ্চলিক নির্বাচনের কারণে এই মৌলিক সত্যটি বদলে যাবে না।

ওয়াং বলেন, ‘তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা’র প্রসঙ্গটি তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি এবং চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কেও এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্কিন পক্ষকে অবশ্যই এক-চীন নীতি মেনে চলতে হবে এবং চীনের শান্তিপূর্ণ একীভূতকরণকে সমর্থন করতে হবে বলেও জানান তিনি।

আলোচনায় উভয়পক্ষই জাতীয় নিরাপত্তার সীমারেখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে পরবর্তীতে আলাপ এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন।

সান ফ্রান্সিসকো ভিশন বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করার পাশাপাশি দুই রাষ্ট্রপ্রধানের নিয়মিত যোগাযোগ রাখার ব্যাপারেও আলাপ করনে তারা। পাশাপাশি কূটনীতি, সামরিক, অর্থনীতি, অর্থ, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একাধিক সংলাপ ও পরামর্শের মাধ্যমে চীন-যুক্তরাষ্ট্র বিনিময়কে উন্নত করার বিষয়ে সম্মত হয় দুই পক্ষ।

এ ছাড়া, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, কোরীয় উপদ্বীপ এবং দক্ষিণ চীন সাগরসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।