অ্যান্টার্কটিকায় জরিপ সম্পন্ন করেছে চীনের জাহাজ
2024-01-28 17:26:23

জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গবেষণা জাহাজ বহর সুয়েলং-২ তথা স্নো ড্রাগন-২ সাফল্যের সঙ্গে অ্যান্টার্কটিকা মহাসাগরের জরিপ কাজ শেষ করেছে। শনিবার জাহাজটি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিটেলটন বন্দরে পৌঁছেছে। এর মধ্য দিয়ে এবারের গবেষণা মিশন সমাপ্ত হয়েছে।

৪৬০ জনের গবেষণাদলটি আমুন্ডসেন উপসাগরে বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করে। পাশপাশি চীনের পঞ্চম অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের নতুন স্টেশনের নির্মাণকাজও করেন তারা। 

এ ছাড়া, এবারের অভিযানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় সামনে এনেছেন গবেষকরা। সমুদ্র থেকে পানির নমুনা নিয়ে নানা বিশ্লেষণও করেন তারা। পাশাপাশি অ্যান্টার্কটিক বাস্তুসংস্থানের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও কাজ করেন তারা।

সুয়েলং-২ হলো চীনের ৪০তম অ্যান্টার্কটিক অভিযান। অভিযানটি চীনের প্রথম অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক গবেষণা মিশন, যেখানে তিনটি জাহাজ একসঙ্গে কাজ করছে।  গেল বছরের ১ নভেম্বর সাংহাই থেকে যাত্রা শুরু করে এ বহর।

নাহার/ফয়সল/হাশিম

তথ্য ও ছবি- সিসিটিভি।