চান্দ্র নববর্ষের ছুটিতে বাড়তি চাহিদা মেটাতে ফ্লাইট বাড়াচ্ছে চীনের এয়ারলাইনগুলো
2024-01-28 18:45:38

জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: এবারের চান্দ্র নববর্ষের ছুটিতে চীনে প্রায় ৮ কোটি যাত্রীর বিমানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই বিপুল সংখ্যক যাত্রী পরিবহনে নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন রুট প্রবর্তন এবং বহরে বিশাল আকৃতির এয়ারবাস যুক্ত করছে দেশটির এয়ারলাইনগুলো।

বসন্ত উৎসবের ছুটির সময় মানু্ষের নিজ বাড়িতে ফেরা এবং পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণ সহজ করতে এয়ার চায়না ৬৭ হাজার ৬৯১টি ফ্লাইট পরিচালনা করবে এবার।

এয়ার চায়নার কমার্শিয়াল কমিটির উপপরিচালক ছুই হংছিয়াং বলেছেন, “হাইনানের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে সরাসরি ফ্লাইট পরিচালনায় আমরা বড় উড়োজাহাজ এনেছি।”

তিনি জানান, ছুটির সময়ে এয়ারলাইনটি ২ হাজার ১৭০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

হ্যাংচৌ, শাংহাই ও ছেংদু থেকে হারবিনে ফ্লাইট পরিচালনার জন্যও তারা বৃহৎ উড়োজাহাজ আনছে।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবারের ছুটির সময় ৩ হাজার ২৮০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে, যা গত বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

অন্যদিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্স এ ছুটিতে ১ লাখ ১৩ হাজারেরও বেশি ফ্লাইট চালাবে।

বরফ ও তুষার পর্যটনে সহায়তার জন্য এ বিমানচলাচল কম্পানি বেইজিং, শাংহাই, শেনজেন ও উহান থেকে ছাংবাই পর্বত রুটে এবং নিংবো-হারবিন রুটে আনুমানিক ৮০০টি নতুন ফ্লাইট যুক্ত করবে।

- রাসু/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি