জাতিসংঘ মানবাধিকার পর্যালোচনায় ভালো করেছে চীন: রাষ্ট্রদূত
2024-01-28 18:21:30

জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘ মানবাধিকার পরিষদের সার্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনায় (ইউপিআর) ভালো ফল দেখিয়েছে চীন। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধি ছ্যন সু একথা বলেছেন।

শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন মানব ইতিহাসে দারিদ্র্যের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধে জয়ী হয়েছে এবং প্রায় ১০ কোটি গ্রামীণ মানুষকে দারিদ্র্যের বাইরে নিয়ে এসেছে।

চীনা প্রতিনিধি জানান, দেশটি নির্ধারিত সময়ের ১০ বছর আগে জাতিসংঘের ২০৩০ এজেন্ডায় নির্ধারিত দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জন করেছে।

তিনি আরও জানান, চীন বিশ্বের বৃহত্তম শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং চিকিৎসা ও স্বাস্থ্য-পরিচর্যা ব্যবস্থা গড়ে তুলেছে এবং শিক্ষার প্রবেশগম্যতার ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে।

ছ্যন সু উল্লেখ করেন, সারাদেশে ১০৬ কোটি মানুষ প্রবীণ-বিমার আওতায় এসেছেন এবং মৌলিক স্বাস্থ্যসেবা সুরক্ষার আওতায় এসেছেন মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশে মানুষ।

- রহমান/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।