৪ চীনা সামরিক চিকিৎসককে ‘নাইট ক্লাস’ পদক দিলো কম্বোডিয়া
2024-01-28 18:43:57

জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: কম্বোডিয়ার ‘প্রিয়া কেট মেলিয়া’ হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন চীনা সামরিক চিকিৎসককে সম্মানজনক পদকে ভূষিত করেছে দেশটি।

দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিকস অ্যান্ড ফাইন্যান্সের জেনারেল ডিপার্টমেন্টের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ময়েং পোনলর্ক শনিবার নমপেনে এক অনুষ্ঠানে চীনা চিকিৎসকদের ‘নাইট ক্লাস’ পদক প্রদান করেন।

এ সময় জেনারেল ময়েং পোনলর্ক হাসপাতালটিতে সহায়তা প্রদানের জন্য চীনা গণমুক্তি ফৌজের (পিএলএ) প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহায়তা দুটি দেশ এবং জনগণের মধ্যে বন্ধুত্বকে আরও গভীর করতে গুরুত্বপূর্ণভাবে অবদান রেখেছে। চীনের চিকিৎসা সহায়তা শুধুমাত্র হাসপাতালের চিকিৎসকদের সক্ষমতাকে বৃদ্ধি করেছে এমন নয়, বরং কম্বোডিয়ার সামরিক কর্মীদের এবং সাধারণ রোগীদের উপকার করেছে।”

তিনি আরও বলেন, “কম্বোডিয়া ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে ঘনিষ্ঠ সহযোগিতা ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব এবং দুই দেশের মধ্যে পরিচ্ছন্ন বন্ধুত্বের ফল।”

 

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে সফলভাবে এক বছরের মিশন শেষ করেন পিএলএর নেভাল মেডিক্যাল ইউনিভার্সিটির ১৮তম চীনা চিকিৎসা বিশেষজ্ঞ এ দলটি।

শুভ/নাহার/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।