ডিসেম্বরে চীনের আন্তর্জাতিক বাণিজ্য হয়েছে ৪.৩৪ ট্রিলিয়ন ডলারের
2024-01-27 19:18:33

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালের ডিসেম্বরে পণ্য ও পরিষেবায় চীনের আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ ছিল ৪.৩৪ ট্রিলিয়ন ইউয়ান (৬১০.৬৩ বিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বেশি। শুক্রবার বৈদিশিক মুদ্রা বিষয়ক রাষ্ট্রীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

ডেসেম্বরে চীনের পণ্য রপ্তানি ছিল ২.০৬ ট্রিলিয়ন ইউয়ানের। আর আমদানি ছিল ১.৬৫ ট্রিলিয়ন ইউয়ানের। ফলে ৪০৯.৯ বিলিয়ন ইউয়ান বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে।

অন্যদিকে পরিষেবা রপ্তানি মোট ২২৮ বিলিয়ন ইউয়ান ছিল, আর পরিষেবা আমদানি ছিল ৪০৭.৬ বিলিয়ন ইউয়ান। যার ফলে ১৭৯.৬ বিলিয়ন ইউয়ানের বাণিজ্য ঘাটতি হয়েছে।

১৭১.১ বিলিয়ন-ইউয়ান বাণিজ্য ভলিউমসহ ডিসেম্বরে পর্যটন ছিল সবচেয়ে বড় পরিষেবা বাণিজ্য অবদানকারী।

হাশিম/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া।