বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় পরিকল্পনা চীনের
2024-01-27 16:37:45

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: বিদেশি বিনিয়োগ আকর্ষণে চলতি বছর আরও বড়সড় প্রচারে নামবে চীন। দেশে-বিদেশে এ সংক্রান্ত ২০টি বড় প্রচার কার্যক্রম হাতে নেবে বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

ওয়াং বলেন, উন্মুক্তকরণ, বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ বছরের শুরু থেকেই ‘চীন বর্ষে বিনিয়োগ করুন’ থিমকে কেন্দ্র করে প্রচার কার্যক্রম পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, "এ বছর, আমরা ‘চীনে বিনিয়োগ করুন' কথাটির ব্র্যান্ডিংয়ে নজর দেবো।”

ভৌগলিক অবস্থানের পূর্ণাঙ্গ ব্যবহারের মাধ্যমে 'চীনে বিনিয়োগ করুন' ব্র্যান্ডিংয়ের অধীনে বিভিন্ন ইভেন্ট চালুর জন্য স্থানীয় প্রশাসনগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান ওয়াং।

মন্ত্রী বলেন, গত বছর বাণিজ্য মন্ত্রণালয় ২০টি বিনিয়োগ প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। স্থানীয় প্রশাসন আয়োজন করেছিল ৬০০টিরও বেশি ইভেন্ট।

গত বছর বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও পরামর্শ আদান-প্রদানের প্লাটফর্ম হিসেবে বিদেশি বিনিয়োগ পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গোলটেবিল সম্মেলন ব্যবস্থা গড়ে তুলেছিল বাণিজ্য মন্ত্রণালয়। যার লক্ষ্য ছিল চীনে বিদেশি অর্থায়নকৃত উদ্যোগগুলোকে স্থিতিশীল করা।

ওয়াং বলেন, চলতি বছর থেকে প্রতিমাসেই বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি বাস্তবনির্ভর যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে ওই গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হবে।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।