বাংলাদেশে শৈত্যপ্রবাহ, আরও কমবে তাপমাত্রা
2024-01-27 16:38:38

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: আজ বাংলাদেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। যা আরও এলাকায় ছড়াতে পারে। রাতের তাপমাত্রাও কমে যাবে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ২ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হয়েছে বাংলাদেশের ১৫টি অঞ্চলে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বাংলাদেশের নদী-অববাহিকার কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে অভ্যন্তরীণ নৌ-পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

এ ছাড়া তীব্র শীতে দেশের উত্তরবঙ্গের জেলাগুলোর হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

-ফয়সল/হাশিম।