বৈদেশিক বাণিজ্য বেড়েছে ইয়াংজি নদী ডেল্টা অঞ্চলে
2024-01-27 16:35:03

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইয়াংজি নদীর ব-দ্বীপ অঞ্চলে বেড়েছে বৈদেশিক বাণিজ্য। ২০২৩ সালে অঞ্চলটিতে মোট ১৫ দশমিক ১৭ ট্রিলিয়ন ইউয়ানের (২.১৪ ট্রিলিয়ন ডলার) আমদানি-রপ্তানি হয়েছে। সম্প্রতি চীনের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রশাসন জানাল এ তথ্য।

সংস্থার দেওয়া তথ্যে আরও জানা গেছে, চীনের মোট আমদানি ও রপ্তানির ৩৬ দশমিক ৩ শতাংশই হয় এই ইয়াংজি ডেল্টায়।

চীনের প্রাণবন্ত ও উদ্ভাবনী শহরগুলোর একটি গুচ্ছ নিয়ে গড়ে উঠেছে এই বাণিজ্যিক অঞ্চল। পাঁচ বছর আগে প্রেসিডেন্ট সি চিনপিং যে সমন্বিত উন্নয়নের জাতীয় কৌশল হাতে নিয়েছিলেন, এই ক্লাস্টারগুলো মূলত তারই প্রতিফলন ঘটাচ্ছে।

চীনের সবচেয়ে অর্থনৈতিকভাবে গতিশীল অঞ্চল হিসেবে ইয়াংজি নদীর ব-দ্বীপ অঞ্চলের সুখ্যাতি অনেক দিনের। এই ব-দ্বীপ অঞ্চলেই পড়েছে সাংহাই এবং প্রতিবেশী প্রদেশ চিয়াংসু, চেচিয়াং ও আনহুই।

চীনের মোট ভূমির মাত্র ৪ শতাংশ জুড়ে থাকলেও দেশের মোট জিডিপির প্রায় ২৫ শতাংশে অবদান রাখছে ইয়াংজি নদীর ব-দ্বীপ অঞ্চল।

ছিংহাই-তিব্বত মালভূমিতে উৎপন্ন ইয়াংজি নদী চীনের দীর্ঘতম জলপথ। পূর্ব চীন সাগরে প্রবাহিত হওয়ার আগে ১১টি প্রাদেশিক অঞ্চলের মধ্য দিয়ে এটি পাড়ি দিয়েছে ৬ হাজার ৩০০ কিলোমিটারেরও বেশি পথ।

-ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।a