উচ্চমানের পার্টি গঠনের গুরুত্ব তুলে ধরলেন সিপিসি কর্মকর্তা
2024-01-27 16:36:49

জানুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় পার্টির বোর্ডগুলোতে উচ্চমানের পার্টি সংগঠনের গুরুত্ব তুলে ধরেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির জ্যেষ্ঠ কর্মকর্তা ছাই ছি। চীনা জাতির আধুনিকায়নের পথে শক্তিশালী দেশ গঠন এবং পুনর্জাগরণে নিশ্চয়তা প্রদান করতে এমনটা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার কেন্দ্রীয় পার্টি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পার্টির কাজ এবং শৃঙ্খলা পরিদর্শন সংক্রান্ত এক সম্মেলনে এ কথা বলেন সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় পার্টি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওয়ার্কিং কমিটির সেক্রেটারি ছাই ছি।

সভায় শিক্ষার প্রসারে অগ্রগতি, সম্প্রসারণ এবং প্রাথমিক স্তরে শক্তিশালী পার্টি সংগঠন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বৈঠকে দুর্নীতিবিরোধী প্রচেষ্টার অগ্রগতি, ব্যাপক ব্যবস্থাপনা জোরদার, পার্টির সদস্য ও ক্যাডারদের ওপর নিয়মিত তদারকি এবং শৃঙ্খলা পরিদর্শনের জন্য কমিশনগুলোর মাধ্যমে শৃঙ্খলা প্রয়োগে জোর দেওয়া হয়।

ঐশী/ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।