বসন্ত উৎসবের ভ্রমণ-ভিড় শুরু
2024-01-26 14:32:46

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুক্রবার থেকে শুরু হয়েছে বসন্ত উৎসবকেন্দ্রিক ট্রাভেল রাশ বা ভ্রমণ ভিড়। এ সময় চীন জুড়ে মানুষ ব্যাপকভাবে চলাচল করেন। নিজের হোমটাউনে পরিবারের কাছে ফিরে যান অন্য শহরে কর্মরত কর্মীরা। বিভিন্ন দেশে কর্মরত চীনারা এসময় দেশে ফিরে আসেন। এই ট্রাভেল রাশ সব মিলিয়ে ৪০ দিন ধরে চলে। এই সময়ে চলতি বছর ৯ বিলিয়ন যাত্রী-ভ্রমণের আশা করা হচ্ছে।

চলতি বছর ১০ ফেব্রুয়ারিতে বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান হবে। এর আগে পরেও রয়েছে নানা রকম অনুষ্ঠান ও রীতিরেওয়াজ। এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এবং পারিবারিক পুনর্মিলনের একটি উপলক্স্য। ২৬ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে এই ট্রাভেল রাশ। নিরাপদে ও সুষ্ঠুভাবে এই ট্রাভেল রাশ পরিচালনা করার জন্য পরিবহন খাতগুলোকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।

১২ জানুয়ারি ট্রাভেল রাশের টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে ২১০ মিলিয়নেরও বেশি ট্রেনের টিকিট বিক্রি হয়েছে৷

বেসামরিক বিমান চলাচলের খাত ভ্রমণের ভিড়ের সময় গড়ে প্রতিদিন প্রায় দুই মিলিয়ন যাত্রী পরিচালনা করছে, যা একটি নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে বলে অনুমান করা হয়েছে।

জাতীয় মহাসড়ক নেটওয়ার্কে গড় দৈনিক ট্র্যাফিক ভলিউম ৩৭.২  মিলিয়ন যানবাহনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা দীর্ঘ-দূরত্বের আন্তঃ-প্রাদেশিক ভ্রমণে উল্লেখযোগ্য বৃদ্ধির বৈশিষ্ট্যযুক্ত।

শান্তা/রহমান