তাইওয়ান দ্বীপের চারপাশে পিএলএ’র যুদ্ধ-প্রস্তুতি সংক্রান্ত টহল
2024-01-26 14:36:11

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি চীনের তাইওয়ান দ্বীপের চারপাশে নৌ ও বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে যুদ্ধ-প্রস্তুতি বিষয়ক এক সতর্ক টহল পরিচালনা করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। বৃহস্পতিবার চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা বলেছেন।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র সিনিয়র কর্নেল উ ছিয়ান বলেছেন, সেনাদের যুদ্ধের সক্ষমতা আরও জোরদার করার উদ্দেশ্যেই এ টহল।

উ ছিয়াং বলেন, তাইওয়ান দ্বীপের চারপাশে সমুদ্র ও আকাশসীমায় নৌ ও বিমান বাহিনীকে সম্পৃক্ত করে নিয়মিত সতর্ক টহলের আয়োজন করেছে পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ড। এতে সেনাদের প্রকৃত যুদ্ধভিত্তিক প্রশিক্ষণের স্তর আরও উন্নত এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা সুরক্ষার জন্য তাদের সক্ষমতা আরও বেড়েছে।

তিনি আরও বলেন, ‘যুদ্ধের প্রস্তুতি সংক্রান্ত প্রশিক্ষণের কথা মাথায় রেখে নিয়মিতভাবে প্রাসঙ্গিক সামরিক অভিযান পরিচালনা করতে থাকবে পিএলএ।’

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি