ইউননানে উদ্ধারকাজ সমাপ্ত, নিহত ৪৪
2024-01-26 16:38:42

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ইউননান প্রদেশের পাহাড়ি গ্রামে ভূমিধসে নিখোঁজ প্রত্যেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করে জানিয়েছে, ভূমিধসে মোট ৪৪ জন মারা গেছে। 

সোমবার আনুমানিক ভোর ছয়টায় চাওথং শহরের চেনসিয়ং কাউন্টির লিয়াংশুই গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় দুর্যোগ ত্রাণ সদর দফতর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চেনসিয়ং কাউন্টির প্রধান ইয়াং সুচুন জানান, ‘উদ্ধারকারী দলের ৮৫ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর, ২৫ জানুয়ারি রাতে সর্বশেষ মৃতদেহটি পাওয়া যায়। ৪৪ জনের কারও শরীরেই প্রাণের লক্ষণ ছিল না। প্রাথমিকভাবে ৪৭ জনকে নিখোঁজ তালিকাভুক্ত করা হলেও যাচাই করার পর দেখা যায় নিখোঁজ ছিল ৪৪ জন।’

ইয়াং আরও জানান, দুর্যোগের পর ২২৩টি পরিবারের মোট ৯১৮ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।