বাংলাদেশের পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮
2024-01-26 16:52:41

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল ৯টায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এখানে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। টানা চারদিন ধরেই এখানে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ চলছিল।

এদিকে চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপরিবহন ও সড়কে যান চলাচল বিঘ্নিত হতে পারে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে অন্যান্য এলাকায়।

শান্তা/রহমান