পান্ডার সংখ্যা বেড়েছে
2024-01-26 16:31:34

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক:  চীনে বন্য অবস্থায় বিচরণ করা পান্ডার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চীনের ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি জানিয়েছে, বছরের পর বছর ধরে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার কারণে বন্য অঞ্চলে চীনের জায়ান্ট পান্ডার সংখ্যা ১১০০ থেকে ১৯০০ এ উন্নীত হয়েছে।

বন্য জায়ান্ট পান্ডার ৭২ শতাংশের আবাসস্থল সিছুয়ান, শানসি এবং কানসু প্রদেশ জুড়ে বিস্তৃত। এই এলাকায় ২২০০০ বর্গ কিলোমিটারের বেশি জমি নিয়ে ২০২১ সালে চীন প্রতিষ্ঠা করে জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক। এখানে কঠোরভাবে পান্ডাকে সুরক্ষা দেয়া হচ্ছে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এখন জায়ান্ট পান্ডার অবস্থান ‘বিপন্ন’ বা এনডেনজারড থেকে ‘ভালনারেবল’ এ নিয়ে এসেছে। তারমানে পান্ডার অবস্থা আগের চেয়ে ভোলো হয়েছে।

চিড়িয়াখানায় বা গবেষণা কেন্দ্রে থাকা পান্ডার সংখ্যাও বেড়েছে। বর্তমানে এই সংখ্যা ৭২৮। গেল বছর বন্দী অবস্থায় ৪৬টি পান্ডা শাবক জন্ম নিয়েছে। প্রজনন কার্যক্রম সফলভাবে পরিচালনার ফলেই এটা সম্ভব হয়েছে।

জায়ান্ট পান্ডা চীনে প্রথম শ্রেণীর সুরক্ষা ভোগ করে। ১৯৯০ এর দশক থেকে, চীন ধারাবাহিকভাবে ২০টি দেশের ২৬টি প্রতিষ্ঠানের সাথে জায়ান্ট পান্ডা সংরক্ষণে সহযোগিতা করেছে। গত বছরের শেষের দিকে, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসসহ ১৮টি দেশ চীনের সাথে জায়ান্ট পান্ডা সংরক্ষণে সহযোগিতামূলক গবেষণা পরিচালনা করছে। ছেংতু শহরে অবস্থিত পান্ডা সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে পান্ডার সংখ্যা বৃদ্ধির জন্য চলছে নিরন্তর গবেষণা।

শান্তা/রহমান