কর্মসংস্থান সৃষ্টির জন্য বসন্ত মৌসুমে নতুন প্রচারাভিযান
2024-01-26 14:31:21

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বসন্ত মৌসুমে একটি বিশেষ প্রচারাভিযান চালু করার ঘোষণা দিয়েছে চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায় নিয়োগকর্তাদের চাহিদা পূরণের পাশাপাশি নতুন কাজের সুযোগ সৃষ্টি করা এই প্রচারাভিযানের লক্ষ্য।

এই ক্যাম্পেইনটি ২৫ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত চলবে। মন্ত্রণালয় এবং অন্যান্য আটটি সরকারি দপ্তর অনুসারে এই প্রচারাভিযান অনলাইন এবং অফলাইন কার্যক্রমের একটি স্ট্রিং অফার করবে, কাজের সুযোগ তৈরি করবে এবং ব্যক্তিদের তাদের নিজ শহরে ব্যবসা শুরু করতে উত্সাহিত করবে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইয়ুন তংলাই জানান, এই প্রচারাভিযানের মাধ্যমে মোট ৩০ মিলিয়ন চাকরি প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, আঞ্চলিক প্রবৃদ্ধি নীতি বাস্তবায়ন এবং বড় প্রকল্প নির্মাণের পাশাপাশি নতুন ধরনের নগরায়ন এবং ব্যাপক গ্রামীণ  পুনর্জীবন কর্মসূচীর মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে।

ইয়ুন জানান, চীন গত বছর তার শহরাঞ্চলে মধ্যে মোট ১২.৪৪ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের আর্থিক সহায়তা ২০২৩ জুড়ে ৩০০বিলিয়ন ইউয়ান (প্রায় ৪২.২৩  বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে।

শান্তা/রহমান