বিশ্বে নবায়নযোগ্য শক্তিতে অর্ধেকেরও বেশি অবদান চীনের
2024-01-26 16:39:49

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: গতবছর বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি গ্রিডে যুক্ত হয়েছিল ৫১ কোটি কিলোওয়াট। যাতে চীনের অবদান ছিল ৫০ শতাংশেরও বেশি। চীনের জাতীয় জ্বালানি প্রশাসন বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

জ্বালানি প্রশাসন আরও জানিয়েছে, চীনের কম্পানিগুলো এখন বায়ু শক্তি, সৌরশক্তি ও জলবিদ্যুতে বিশ্বের প্রধান দেশগুলোতে বিনিয়োগ করেছে। ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে বায়ু শক্তি উৎপাদন এবং সৌরশক্তি সংক্রান্ত পণ্য রপ্তানি করেছে চীন।

সংবাদ ব্রিফিংয়ে জাতীয় জ্বালানি প্রশাসনের অধিভুক্ত আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপপ্রধান ফান হুইমিন বলেছেন, ‘আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার প্রতিবেদন অনুসারে, গত এক দশকে বিশ্বব্যাপী বায়ু শক্তি এবং সৌরবিদ্যুতে প্রতি কিলোওয়াট-ঘণ্টার উৎপাদন খরচ ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমেছে। এর নেপথ্যে বড় ভূমিকা রেখেছে চীনের উদ্ভাবন, চীনের পণ্য এবং চীনের প্রকল্পগুলো।’

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।