ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগামীকাল মাস্টারক্লাস নেবেন চীনা চলচ্চিত্র পরিচালক শি ছুয়ান
2024-01-26 16:34:03

 

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র নির্মাণ ও সমালোচনা এবং চলচ্চিত্র মার্কেটিং বিষয়ে মাস্টারক্লাস নেবেন চীনের শাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার ও চলচ্চিত্র প্রযোজক ড. শি ছুয়ান।

 

শনিবার জাতীয় জাদুঘরের মিলনায়তনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত মাস্টারক্লাস নেবেন তিনি। এছাড়া দুপুর আড়াইটায় ইরানি সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক মাজিদ মাজিদি, বিকেল ৫টায় কলকাতার গুণী চলচ্চিত্রকার ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত মাস্টারক্লাস নেবেন।

 

মাস্টারক্লাস প্রসঙ্গে অধ্যাপক ড. শি ছুয়ান বলেন, “ঢাকায় আমি এবারই প্রথম আসলাম। আমি ঢাকার বেশ কিছু স্থান ও স্থাপনা ঘুরে দেখেছি। দুই দেশের মানুষ একে অপরকে জানার জন্য বোঝার জন্য চলচ্চিত্র একটি ভালো মাধ্যম। এ কারণে আমরা এখানে এসেছি। আমি একটি মাস্টারক্লাস নিবো। সেখানে আমি চীনে কীভাবে চলচ্চিত্র মার্কেটিং করা হয়, তৈরি করা হয় বা চীন কীভাবে তরুণ নির্মাতাদের সহায়তা করছে এসব বিষয় থাকবে।”

 

এবারের উৎসবে সহযোগিতা করছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এবং শাংহাই ফিল্ম এসোসিয়েশন। এতে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ সেকশনের আওতায় ২৮ জানুয়ারি পর্যন্ত ১৬টি চীনা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক এ উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা লড়ছে চীনা চলচ্চিত্র ‘দ্য কর্ড অব লাইফ’।  আগামী ২৮ জানুয়ারি এর পর্দা নামবে।

 

শুভ/শান্তা

 

ছবি: সিএমজি বাংলা