চীন ও উজবেকিস্তানের ফার্স্টলেডিদের সাক্ষাৎ
2024-01-25 19:13:44

 

জানুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের স্ত্রী ফেং লিইয়ুয়ান বুধবার বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের স্ত্রী জিরোতখোন মির্জিওয়েভার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ফেং বলেছেন যে তিনি দাতব্য ও জনকল্যাণে মিরজিওয়েভার দীর্ঘমেয়াদী কাজের প্রশংসা করেন এবং আশা করেন যে উভয় পক্ষ নারী ও শিশুদের অধিকার এবং স্বার্থ রক্ষার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মতো দুর্বল গোষ্ঠীর সুরক্ষার বিষয়ে পারস্পরিক শিক্ষাকে শক্তিশালী করবে। এতে উভয় দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মনে করেন ফেং।

ফেং আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীন এবং উজবেকিস্তানের মধ্যে সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে আদান-প্রদান এবং সহযোগিতা সমৃদ্ধ হয়েছে। তিনি আশা করেন যে উভয় পক্ষ তাদের ঐতিহ্যগত বন্ধুত্ব বজায় রাখবে।

মির্জিওয়েভা নারী ও শিশুদের উন্নয়নের জন্য ফেং-এর দীর্ঘমেয়াদী কাজের কথা উল্লেখ করেন এবং দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ আদান-প্রদান ও সহযোগিতাকে সক্রিয়ভাবে চালিয়ে যেতে এবং উজবেকিস্তান-চীন বন্ধুত্বকে আরও গভীর করার ক্ষেত্রে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন।

শান্তা/রহমান