চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে নতুন ইইজি প্লাটফর্ম
2024-01-25 19:17:07

 

জানুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে তৈরি করা হয়েছে একটি নিরাপদ ও বহনযোগ্য ইলেক্ট্রোএনসেফালোগ্রাম (ইইজি) পরীক্ষার প্ল্যাটফর্ম। কক্ষপথে নতুন প্রযুক্তির ইইজি পরীক্ষার যন্ত্রপাতি স্থাপনের প্রাথমিক ধাপ সম্পন্ন হলো এতে।

 

২০২১ সালের এপ্রিলে কক্ষপথে থিয়ানহ কোর মডিউল পাঠানোর মাধ্যমেই মূলত মিশন শুরু করে থিয়ানকং। বুধবার থিয়ানহ মডিউলটি কক্ষপথে পার করেছে তার এক হাজারতম দিন। ২০২২ সালে থিয়ানকংয়ের নির্মাণকাজ শেষ হওয়ার পর পরই স্টেশনটিতে শুরু হয় নানা উন্নয়ন কাজ। যা চলবে আরও দশ বছর।

 

থিয়ানকংয়ে থাকা চীনা বিজ্ঞানীদের অন্যতম কাজ হলো কক্ষপথে নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা চালানো ও নতুন কিছু আবিষ্কার করা।

 

এখন পর্যন্ত চীনের মহাকাশ স্টেশনে মোট ১১০টি বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। যার মধ্যে রয়েছে মহাকাশ প্রাণ বিজ্ঞান, মানবদেহ নিয়ে গবেষণা, মাইক্রোগ্র্যাভিটি বিষয়ক পদার্থবিদ্যা এবং নতুন মহাকাশ প্রযুক্তি। এসব পরীক্ষায় এ নিয়ে প্রায় ১০০ টেরাবাইট তথ্য-উপাত্ত পাওয়া গেছে। পৃথিবীতে নিয়ে আসা হয়েছে প্রায় তিনশ নমুনা।

 

এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি পরীক্ষা হলো ইন-অরবিট ইইজি। এটি একাধিক পর্যায়ে বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে।

 

চীন অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের গবেষক ওয়াং পো জানান, শেনচৌ-১১ মিশনের সময়ই চীনের নভোচারীরা প্রথম ইইজি পরীক্ষা চালিয়েছিলেন। তখন মস্তিষ্ক-নিয়ন্ত্রিত রোবট ব্যবহার করে মহাকাশে মস্তিষ্ক-কম্পিউটার যোগাযোগের বিসিআই প্রযুক্তিও যাচাই করেছিলেন তারা।

 

ফয়সল/শান্তা