চীনের চিয়ালু কাগজের ছাতা রপ্তানি হচ্ছে ২৮টি দেশ ও অঞ্চলে
2024-01-25 17:05:11

জানুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চিয়াংসি প্রদেশের ঐতিহ্যবাহী চিয়ালু কাগজের ছাতা এখন ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। চিয়াংসি প্রদেশের উইয়ুয়ান সিটির একটি গ্রাম চিয়ালু। ৮০০ বছর ধরে এই গ্রামের নিজস্ব ঐতিহ্য হলো কাগজের ছাতা তৈরি করা। এই গ্রামের নামানুসারেই ছাতার নামকরণ করা হয়। এই ছাতা বাঁশের কাঠামোর উপর বিশেষ ধরনের কাগজ সেঁটে বানানো হয়। সেই কাগজে থাকে বিচিত্র নকশা। এই ছাতা তৈরি করতে ৭০টি ধাপ পার হতে হয়। কারুশিল্পের অনন্য নিদর্শন এই ছাতা।

২০১৫ সালে মিলান শহরে ফ্যাশন শোতে এই কাগজ-ছাতা প্রদর্শন করা হয়। এরপর থেকে অনেক আন্তর্জাতিক মডেল চিয়ালু কাগজের ছাতাসহ র‌্যাম্পে হেঁটেছেন। ২০২১ সালে এই ছাতা তৈরির কৌশল স্থান পায় চীনের জাতীয় অবৈষয়িক ঐতিহ্যের তালিকায়। এখন বিশ্বের ২৮টিরও বেশি দেশ ও অঞ্চলে চিয়ালু কাগজের ছাতা রপ্তানি হচ্ছে।

শান্তা/রহমান